বিশ্বনাথসিলেট

অবৈধ স্থাপনা উচ্ছেদে এ্যাকশনে যাচ্ছেন বিশ্বনাথের মেয়র মুহিব

টাইমস ডেস্কঃ দায়িত্ব গ্রহণের পর অব্যবস্থাপনা ও অনিয়মের বিরুদ্ধে অ্যাকশন শুরু করছেন বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান। শুরুতেই তিনি অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে কাজ শুরু করছেন।

জানা গেছে, বিশ্বনাথ পৌরসভা কার্যালয় থেকে গতকাল সোমবার সর্বসাধারণের উদ্দেশ্যে একটি ‘জরুরি বিজ্ঞপ্তি’ জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন মেয়র মুহিবুর রহমান।

ওই বিজ্ঞপ্তিতে অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মেয়র। বিশ্বনাথ পৌর শহরে যততত্র স্থাপিত অবৈধ দোকানকোঠা তিনদিনের মধ্যে সরিয়ে নিতে বলেছেন তিনি। এজন্য আগামী ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি অবধি সময় বেঁধে দিয়েছেন মুহিবুর রহমান।

এর মধ্যে কেউ অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে পরবর্তীতে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিশ্বনাথের মেয়র।

প্রসঙ্গত, গত ২ নভেম্বর বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হন মুহিবুর রহমান। এরপর গত ৫ ডিসেম্বর মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

Back to top button