সিলেট স্ট্রাইকার্স পেসার হান্টে ঝড় তুলতে চান ৩ শতাধিক পেস বোলার
স্পোর্টস ডেস্কঃ সিলেট স্ট্রাইকার্সের পেসার হান্টে গতির ঝড় তুলতে চান তিন শতাধিক পেসার। পেসারদের স্বর্গরাজ্য খ্যাত সিলেটে আগামিকাল মঙ্গলবার ও বুধবার দুই দিন ব্যাপী হান্টিং হবে। বিপিএল ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স এই হান্ট পরিচালনা করবে। যেখান থেকে নির্বাচিত পেসার গতির ঝড় তুলতে চাইবেন স্ট্রাইকার্সের নে অনুশীলনে।
সোমবার সিলেট জেলা স্টেডিয়ামে প্রায় তিনশোর মতো পেসার রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন। ফিউচার স্পোর্টস বাংলাদেশের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটির কোচিং স্টাফের দুই সদস্য জাতীয় দলের সাবেক ক্রিকেটার সৈয়দ রাসেল ও বিসিবির মৌলভীবাজার জেলা কোচ রাসেল আহমদ বাছাই কার্যক্রম পরিচালনা করবেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০ টা থেকে শুরু হবে বাছাই কার্যক্রম। প্রথম দিন শেষে নির্বাচিতরা দ্বিতীয় দিন চূড়ান্ত লড়াইয়ে নামবেন। সেরা পেসাররা বিপিএল জুড়ে সঙ্গী হবেন এই ফ্র্যাঞ্চাইজির।
সিলেট স্ট্রাইকার্স পুরোটাই সিলেটীদের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি। গোলাপগঞ্জের বাসিন্দা, আমেরিকা প্রবাসী সারওয়ার চৌধুরীসহ আরো কয়েকজন কিনেছেন ফ্র্যাঞ্চাইজিটির স্বত্ব। আগামি তিন বছর দল পরিচালনা করবে ফিউচার স্পোর্টস। এবার দলও গঠণ করা হচ্ছে ভালো মানের। দেশী-বিদেশী তারকারা মাঠ মাতাবেন সিলেটের হয়ে।
মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে থাকছেন মুশফিক, শান্তরা। ঘরের ছেলে জাকির হাসান, তানজিম হাসান সাকিব, নাবিল সামাদ, রেজাউর রহমান রাজারা মাঠ মাতাবেন নিজ শহরের ফ্র্যাঞ্চাইজির হয়ে।