সিলেট

সিলেট মঙ্গলবারও হবে বৃষ্টি, বাড়বে শীত

সিলেট জেলাজুড়ে আজ সোমবার সকালে হালকা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি আগামীকাল মঙ্গলবারও কিছুটা থাকবে। আবহাওয়া অধিদপ্তরের মতে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের কারণে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে এই বৃষ্টি হচ্ছে।

সিলেট আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৬২ দিন পর জেলায় আজ সকাল ছয়টার পর বৃষ্টি হয়েছে। যদিও বৃষ্টির পরিমাণ খুব বেশি না তবে কী পরিমাণ বৃষ্টি হয়েছে তা জানা যায়নি।

জানা যায়, পৌষ মাসের মাঝামাঝি সময় হলেও সিলেটে এবার শীতের তীব্রতা কম। তবে আজকের বৃষ্টির পর শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, আজ (সোমবার) সকালে যে বৃষ্টি হয়েছে সেটির পূর্বাভাস ১০ দিন আগেই জানা গিয়েছিল। পুরো জেলাতেই হালকা বৃষ্টি হয়েছে।

তিনি জানান, আগামীকাল মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সেটি জেলার সব জায়গায় হওয়ার সম্ভাবনা কম। এলাকাভেদে বৃষ্টি হতে পারে। বৃষ্টি শেষে শীতের তীব্রতা বাড়তে পারে।

Back to top button
error: Alert: Content is protected !!