আন্তর্জাতিক

বিশ্বকাপে রোনালদোকে অপব্যবহার করা হয়েছে: এরদোগান

কাতার বিশ্বকাপে পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিভার অপব্যবহার করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি। এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর হুররিয়াতের।

তুরস্কের এরজুরুম প্রদেশে আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের একটি বৈঠকে এ মন্তব্য করেন এরদোগান। তিনি বলেন, খেলার প্রথমার্ধে রোনালদোকে বসিয়ে রাখা ঠিক হয়নি। এর ফলে তার এনার্জি নষ্ট হয়ে গেছে।

এ সময় আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল সম্পর্কেও কথা বলেন এরদোগান। ফ্রান্সের তারকা এমবাপ্পে সম্পর্কে তিনি বলেন, মাত্র ২৩ বছরী বয়সী এই খেলোয়াড় আগামীতেও দুর্দান্ত খেলবেন।

কাতার বিশ্বকাপে নিজের প্রতিভার চমক দেখিয়ে ট্রফি জিতে নেওয়ায় মেসি ও আর্জেন্টিনার প্রশংসা করেন তুরস্কের প্রেসিডেন্ট।

Back to top button