সিলেট

জাতীয় বডি বিল্ডিং প্রতিযোগীতায় প্রথম রানারআপ সিলেটের বাবলু

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ‘মিস্টার বাংলাদেশ বডি বিল্ডিং’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ এবং পিপল চ্যাম্পিয়ান হলেন সিলেটে তৌকির আহমদ বাবলু। ৬০ কেজি ওজন ক্যাটাগরিতে প্রায় দেড়শ’ প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি প্রথম রানারআপ এবং পিপল চ্যাম্পিয়ান হয়েছেন।

জানা যায়, তৌকির আহমদ বাবলু সিলেটের হয়ে প্রতিনিধিত্ব করেন। তিনি মির্জাজাঙ্গাল এক্স-ম্যান ফিটনেস ক্লাবের স্বত্বাধিকারী।বাবলু সিলেট নগরীর শেখঘাট ভাঙাটিকরপাড়ার ফয়ছল আহমদ ফজলুর ছেলে।

গত ২০ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর ঢাকাস্থ এনএসসি টাওয়ারে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এছাড়া বাবলু চলতি বছরে চট্টগ্রামে বিএবিবিএফ ম্যাক্স দ্বিতীয় শৈবাল দাস সুমন ক্লাসিক চ্যাম্পিয়নশীপ এবং বঙ্গবন্ধু আইএফবিবি বাংলাদেশ ইনডিপেন্ডেন্স ডে বডিবিল্ডিং চ্যাম্পিয়নশীপ এ অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেন। টানা দুটি খেলায় তিনি দুটি গোল্ড মেডেল অর্জন করেন।

এছাড়া এক্স-ম্যান ফিটনেস ক্লাব থেকে আরও দুজন বডিবিল্ডার মিস্টার বাংলাদেশ প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।তারা হলেন জয়দ্বীপ ও অর্ণব। জয়দ্বীপ ৫৩ বছর বয়সে মাস্টার্স ক্যাটাগরিতে অংশগ্রহণ করে সেরা ৭ এবং অর্ণব ৬০ কেজি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে সেরা ১২ জায়গা করে নেন।

এ বিষয়ে তৌকির আহমদ বাবলু বলেন, প্রতিযোগীতার জন্য নিজেকে ৬ মাসে প্রস্তুত করেন।এই সময় নিজেকে এক ধরণের বন্দি রেখেছি। নিয়ন্ত্রিত খাওয়া-দাওয়া করেছি। এমনকি পরিবারের কারো সাথে কথাও বলেছি খুব কম। নিজের শরীরের উপর এক ধরণের নির্যাতন করেছি। বডি ঠিক রাখতে শেষ পর্যায়ে অল্প অল্প পানি খেয়েছিলাম।

তিনি বলেন, ৬০ কেজির ক্যাটাগরিতে প্রতিযোগীতায় দেড়শ’ জন অংশ নেন।এরমধ্যে প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েন ৫০ জন।এরপর ক্রমাগত বাদ পড়তে পড়তে ‘বেষ্ট টেন’ পরবর্তীতে বেষ্ট সিক্সে জায়গা করে নিয়েছি। এরপর বিচারকদের মতামতে আমি রানারআপ হই। নিজে প্রতিযোগীতায় অংশগ্রহণের পাশাপাশি আরো ২ প্রতিযোগীকে প্রস্তুত করে নিয়েছি। একজনের বয়স ৫৩ বছর। আরেকজন জিমের ট্রেইনার ছেলেকেও রেডি করেছি। তাদের প্রস্তুত করার পাশাপাশি নিজেও প্রস্তুত হওয়া চাট্টিখানি কথা নয়। যেটা সকলের কাছে প্রশংসা কুঁড়ায়। ভবিষ্যতেও তিনি আরো প্রতিযোগী প্রস্তুত করে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি ।

Back to top button