খেলাধুলা

জাতীয় দলের কোচিং স্টাফে পরিবর্তনের আভাস!

কার জায়গায় কাকে নেওয়া হবে? ঠিক কোন পদে পরিবর্তন আসবে? তা পরিষ্কার করে বলেননি। তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কণ্ঠে জাতীয় দলের কোচিং প্যানেলে পরিবর্তন আনার ইঙ্গিত।

কাউকে জাতীয় দল থেকে সরিয়ে ‘এ’ টিম , এইচপি কিংবা একাডেমির কোচ করা হবে কিনা? তাও পরিষ্কার করেননি জালাল ইউনুস। তবে তিনি বলেন, ‘আমার মনে হয় শিগগির আপনারা কিছু পরিবর্তন দেখতে পাবেন। দেখা যাক। আমরা চেষ্টা করছি।’

রোববার ঢাকা টেস্ট শেষে জালাল আরও বলেন, ‘বিসিবি এমন কাউকে দায়িত্ব দিতে আগ্রহী, যিনি বা যার দলের ওপর এবং ক্রিকেটারদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে।’

তিনি বলেন, ‘আমরা একটা শক্তিশালী দল চাই। কোয়ালিটি ক্রিকেট খেলতে হবে, হাইলি কম্পিটিটিভ ক্রিকেট খেলতে হবে। এমন নয় যে খেলছি খেলার মতো, নিচের সারির দলের সাথে জিতে খুশি হচ্ছি, এমন না। আজ যেমন ভারতের সাথে, খুব ক্লোজ ম্যাচ ছিল। তাই আমাদের এমন কোচ দরকার, টিমের ওপর ইমপ্যাক্ট থাকে, টিমের মধ্যে তার প্রভাব থাকবে।’

এদিকে ভেতরের খবর, জেমি সিডন্সকে জাতীয় দল থেকে সরিয়ে ‘এ’ দল ও হাই পারফরম্যান্সে নিয়ে যাওয়া হতে পারে। আবার এমন খবরও আছে, জেমি এবার আর কাজটা উপভোগ করছেন না। তিনিও নিজেও চলে যেতে পারেন। মানে শুধু জাতীয় দল নয়, বাংলাদেশেই কাজ নাও করতে পারেন।

Back to top button