সারাদেশ

সব কিছু থেকেও ২০ বছর ধরে এলাকা ছাড়া গিয়াস উদ্দিন

নিউজ ডেস্ক- গত ২০ বছর ধরে এলাকা ছাড়া নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও গ্রামের নিরীহ গিয়াস উদ্দিনের (৫০) পরিবার। বাড়ি ও ফসলি জমিসহ এক একরের বেশি জমি প্রভাবশালী প্রতিবেশীরা দখল করে নেওয়ায় তারা বাড়িতে ফিরতে পারছে না।

এসব জমিজমা ফেরত চাইতে গেলেই দখলকারী তাকে নানারকম হুমকি ধামকি প্রদান করেন। এ অবস্থায় অসহায় গিয়াস উদ্দিন দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে আসছেন এবং স্ত্রী ও চার সন্তানসহ কখনও ঢাকায় আবার কখনও বা শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করছেন।

জমিজমা দখলমুক্ত করতে স্থানীয় মাতব্বর, জনপ্রতিনিধি ও থানা পুলিশের দ্বারে দ্বারে ধর্ণা দিয়েও কোনো সুফল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তিনি।

গিয়াস উদ্দিন সিংহেরগাঁও গ্রামের মৃত মিয়া হোসেনের একমাত্র ছেলে। তার বাবা ও চাচা মিরাজ আলী দুই ভাই ছিলেন। মিরাজ আলী ছিলেন নিঃসন্তান। এ অবস্থায় ওয়ারিসিয়ান সূত্রে পৈত্রিক ও চাচার রেখে যাওয়া সম্পদের ১২১ শতাংশ (১২ কাঠা ১ শতাংশ) প্রাপ্ত হন গিয়াস উদ্দিন। এরমধ্যে পৈত্রিক সম্পত্তি ৬০ শতাংশ এবং চাচার কাছ থেকে পাওয়া ৬১ শতাংশ জায়গা রয়েছে। কিন্তু ওই সম্পদ ভোগ দখল করার আগেই গিয়াস উদ্দিনকে বাড়ি থেকে বের করে দিয়ে তা দখল করেন প্রভাবশালী প্রতিবেশী নাবালক ফকির ও আল আমিন গংরা।

গিয়াস উদ্দিন বলেন, আমার বাবা খুবই নিরীহ মানুষ ছিলেন। আমরা ৪ বোন ও এক ভাই। বাবা জীবিত থাকা অবস্থাতেই নাবালক ফকির ও আল আমিন গংরা আমাদেরকে উচ্ছেদ করে বাড়ি-জমি দখল নিতে নানাভাবে অত্যাচার নির্যাতন করে আসছিল। এরইমধ্যে বাবার মৃত্যু হলে তারা আমাদের বাড়ি-জমি দখল নিয়ে নেয় এবং আমাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। এসব কাহিনী এলাকাবাসীও জানেন।

স্থানীয় আশুজিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা মো. গোলাম কাদের বলেন, রেকর্ডসহ সকল কাগজপত্র অনুযায়ী ওই সম্পদের মালিক গিয়াস উদ্দিন। গত বছর তিনেক আগে আমরা তার নামে এসব ভূমি নামজারি করে দিয়েছি। তবে জায়গা দখলমুক্ত করার বিষয়ে আমাদের কিছুই করার নেই। এটা মামলা করে আদালতের মাধ্যমে কিংবা অন্য কোনো উপায়ে করতে হবে।

অভিযুক্ত আল আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কারও জায়গা দখল করিনি। আমাদের দখলে যেসব জায়গা রয়েছে তা আমাদের কেনা সম্পত্তি।

স্থানীয় আশুজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিংহেরগাঁও গ্রামের বাসিন্দা মঞ্জুর আলী বলেন, ঘটনাটা আমাদের সবারই জানা আছে। গিয়াস উদ্দিনের জায়গা দীর্ঘদিন যাবৎ অন্যায়ভাবে ভোগদখল করে আসছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় গ্রাম্য সালিস হলে বিষয়টা সমাধান করা যেত। কিন্তু স্থানীয় কিছু কুচক্রি মানুষের জন্য তা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন বলেন, বিষয়টি আমি ভালোভাবে জানি না। তবে খোঁজ নিয়ে দেখব এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Back to top button
error: Alert: Content is protected !!