কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ীর মৃত্যু

টাইমস ডেস্কঃ কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ভানুগাছ বাজারের ব্যবসায়ী মো. সজল মিয়া (২৫) শনিবার রাত ৮টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত সজল কমলগঞ্জ উপজেলার লঙ্গুরপার গ্রামের লোকমান মিয়ার ছেলে।
জানা যায়,শনিবার বিকেলে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় দ্রুত গতির একটি ট্রাক (ঢাকা মেট্রো ত- ১১-২৯৬১) এর সাথে একটি মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এ সময় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী সজল মিয়া গুরুতর আহত হন। পরে সড়কে চলাচলকারী যানবাহনের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টার দিকে সে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। তবে গাড়ির চালক এখনও পলাতক রয়েছে বলে তিনি জানান।’