সারাদেশ

সম্মেলনে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার সময় দুর্ঘটনায় আহত মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান (৪০) মারা গেছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বজলুর রহমান ওই ইউনিয়নের আব্দুল মান্নান ব্যাপারীর ছেলে।

দলীয় একাধিক সূত্র জানায়, সকালে প্রাইভেটকারযোগে আওয়ামী লীগের সম্মেলনে যাচ্ছিলেন শিবচরের ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজা সংলগ্ন এলাকায় একটি বাস প্রাইভেটকারকে চাপা দিলে দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান (৪০), যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হোসেন (৪৫), আওয়ামী লীগের নেতা বিপ্লব (৩৫), আকাশ মালোসহ (৩৫) পাঁচজন আহত জন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় বজলুর রহমান মারা যান।

শিবচর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আজিজুল হক গৌড়া বলেন, সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বজলুর রহমান মারা যান। এর আগে সকালে

এর আগে শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী নদীর টোলপ্লাজা এলাকায় বাসচাপায় প্রাইভেটকারের পাঁচ যাত্রী আহত হন।

Back to top button
error: Alert: Content is protected !!