খেলাধুলা
মেরাজের তিন, সাকিবের এক উইকেটে দিশেহারা ভারত, কাল জয়ের আশা
শুরুর ধাক্কা কাটিয়ে তোলার চেষ্টা করেন শুভমান গিল ও অক্ষর প্যাটেল। যদিও এই জুটি বড় হতে দেননি মিরাজ। ৭ রান করা শুভমানকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেয় বাংলাদেশের ডানহাতি এই অফ স্পিনার। এরপর চেতেশ্বর পূজারাকেও ফেরান তিনি।
সবশেষ ভিরাট কোহলিকে মাত্র ১ রানে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন মেহেদি হাসান মিরাজ।
৩য়দিন শেষে ভারত করেছে ৪৫ রান ৪ উইকেট হারিয়ে। জিততে হলে কাল করতে হবে ১০০ রান। ক্রিজে রয়েছে দুই নাইট ওয়াচম্যান আক্সর পাটেল ২৬ রান নিয়ে এবং উদাঙ্কট ৩ রান নিয়ে।
বিস্তারিত আসছে…