সিলেট

সিলেটে বিএনপির গণমিছিল আজ

নিউজ ডেস্ক- বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী, কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২ টায় নগরের রেজিষ্ট্রারী মাঠ থেকে গণমিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করবে।

এদিকে, শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে নগরীর একটি হোটেলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, সরকার জনগনের ন্যায্য আন্দোলনকে বন্ধ করতে বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতার করেছে। তারা মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিতে চায়। যতই ঝুলুম নির্যাতন আসুক না কেন চলমান গণতান্ত্রিক আন্দোলকে থামানো যাবে না। অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন ও মহাসচিব সহ সকল নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যতায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন হবে।

নগরীর একটি হোটেলে আয়োজিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির ও ড. এনামুল হক চৌধুরী, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরেুজ্জামাম সেলিম, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, এমদাদ হোসেন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যেতি এ্যাষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বী প্রমূখ।

প্রস্তুতি সভায় গণমিছিলকে সফল করতে দলের সর্বস্থরের নেতাকর্মীদর প্রতি আহবান জানান বিএনপির নেতৃবৃন্দ।

Back to top button