সিলেট

সিলেটে বিএনপির গণমিছিল শনিবার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দসহ সারাদেশে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি এবং কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আগামী শনিবার (২৪ ডিসেম্বর) বেলা ২টায় সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে গণমিছিল অনুষ্ঠিত হবে।

উক্ত গণমিছিলে সিলেট জেলা বিএনপি, সকল উপজেলা ও পৌর বিএনপি, মহানগরীর সকল ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

Back to top button