সিলেট

নিবন্ধনের অনুমতি পেয়েছে ‘দৈনিকসিলেটডটকম’

টাইমস ডেস্কঃ ‌’দৈনিকসিলেটডটকম’ নামের নিউজ পোর্টাল নিবন্ধনের অনুমতি পেয়েছে।

গত ৭ ডিসেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে এ সংবাদমাধ্যমকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে ২০ কার্যদিবসের মধ্যে তথ্য অধিদপ্তর থেকে নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে।

এ আদেশের প্রেক্ষিতে গত ২০ ডিসেম্বর দৈনিকসিলেটডটকম-এর নিবন্ধন প্রক্রিয়া শেষ করা হয়েছে।

উল্লেখ্য, সিলেটের সিনিয়র সাংবাদিক মুহিত চৌধুরীর সম্পাদনায় দৈনিকসিলেটডটকম মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সিলেটকে বহির্বিশ্বে তুলে ধরার লক্ষ্য নিয়ে ২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে।

Back to top button