খেলাধুলা

পিসিবির রাজা বরখাস্ত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজাকে বরখাস্ত করা হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে নাজম শেঠিকে। যিনি আগেও একবার পিসিবির এই দায়িত্বে ছিলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী পদাধিকার বলে পিসিবির চিফ অব প্যাট্রন। নিজের ক্ষমতাবলে শাহবাজ শরিফ রমিজ রাজাকে সরিয়ে দিয়ে নাজম শেঠিকে পিসিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন।

রাজাকে সরানোর কারণ হিসেবে সম্প্রতি ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে পরাজয়কে উল্লেখ করা হয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সংবিধান অনুযায়ী, চেয়ারম্যান পদের জন্য কয়েকজনকে মনোনীত করেন প্রধানমন্ত্রী। এরপর বোর্ডের সদস্যরা একজনকে নির্বাচিত করেন। শেষে তার নিয়োগে স্বাক্ষর করতে হয় আবার প্রধানমন্ত্রীকেই।

ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন একই পদ্ধতিতে পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন রামিজ রাজা। ২০২১ সালের সেপ্টেম্বরে পিসিবির দায়িত্ব পান তিনি। ঠিক এক বছর তিন মাসের মাথায় আবার তাকে সরেও যেতে হলো।

পাকিস্তানের ক্ষমতার পটপরিবর্তনের সময় আলোচনা এসেছিল রমিজ রাজাকে নিয়ে। তখন ক্ষমতাসীনরা পিসিবিতে হস্তক্ষেপ করেননি।

এবার ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর বোর্ডের চেয়ারম্যানকেই সরিয়ে দিলো বর্তমান সরকার।

নাজম শেঠি এর আগেও পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ছিলেন। ২০১৮ সালে ইমরানের সঙ্গে মতবিরোধ হওয়ায় নিজের পদ ছেড়ে দেন তিনি। সেই নাজমকেই আবার দায়িত্ব দেওয়া হলো।

Back to top button