সিলেট
সিলেটে চুরির অভিযোগে নারী আটক

টাইমস ডেস্কঃ সিলেট মহানগরের ব্যস্ততম এলাকা জিন্দাবাজারে এক নারী পকেটমারকে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে তাকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে পুলিশ।
তাৎক্ষণিকভাবে এই নারী পকেটমারের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এক মাহিলার ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল চুরি করতে গিয়ে ওই নারী হাতেনাতে ধরা পড়েন।
তবে স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগী পথচারীরা জানিয়েছেন- প্রায় সময় এই নারীকে জিন্দাবাজার এলাকায় ঘুর ঘুর করতে দেখা যায়। তিনি পকেটমার হতে পারেন বলেই স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ ছিলো।