সিলেট

আর্জেন্টিনার জয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভূরিভোজ

টাইমস ডেস্কঃ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় দুটি খাসি জবাই করে জয় উদযাপন করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আর্জেন্টাইন সমর্থকরা।

সোমবার (১৯ ডিসেম্বর) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শাবি ছাত্রলীগের সাবেক উপ- দপ্তর সম্পাদক ও আর্জেন্টিনার সমর্থক সজিবুর রহমান এ ভোজের আয়োজন করেছেন।

সজিবুর রহমান বলেন, আর্জেন্টিনা সমর্থকদের প্রাণের আকুতি ছিল এই রোমাঞ্চকর বিজয় এবং বিজয় উৎসবের আনন্দে মেতে ওঠা। সেই উৎসবকে পূর্ণতা দেওয়ার জন্য দুটি খাসি জবাই করে ভোজের আয়োজন করা হয়েছে। এতে আর্জেন্টিনা সহ অন্যদলের সমর্থকদেরও অংশ নিতে আমন্ত্রণ জানান তিনি।

সোমবার (১৮ ডিসেম্বর) রাতে ফাইনালে ফ্রান্সের সঙ্গে মোকাবেলা করে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আর্জেন্টিনা।

Back to top button