বিনোদন

মানবসেবায় ‘বিশ্বকাপের পোশাক’ দান করলেন দীপিকা

বলিউডের সুপারস্টার অভিনেত্রী দীপিকা পাডুকোন সাবেক বিশ্বকাপজয়ী স্পেন অধিনায়ক ইকার ক্যাসিয়াসের সঙ্গে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছেন। তিনি যে পোশাক পরে ট্রফিটি উন্মোচন করেন সেটি দাতব্য কাজে ব্যবহারের জন্য দান করে দিয়েছেন।

দীপিকার পোশাকটি তৈরি করে ফরাসি লুই ভিতো কোম্পানি। এই কোম্পানির পোশাক ব্যান্ডের বৈশ্বিক দূত দীপিকা পাড়ুকোন। লুই ভিতো কোম্পানি এবারের বিশ্বকাপের ট্রফির বাক্সটিও তৈরি করেছে।

বিশ্বকাপের জমকালো সমাপনী অনুষ্ঠানের কয়েক মিনিট পরে ক্যাসিয়াসের সঙ্গে কাপ হাতে মাঠে আসেন দীপিকা। এ সময় অভিনেত্রীকে সোনালি-বাদামি জ্যাকেটের সঙ্গে সাদা শার্ট ও কালো স্কার্টে মোহনীয় দেখাচ্ছিল। ফাইনাল ম্যাচটি এই পোশাকটি পরেই দেখেছেন বলিউডের তারকা অভিনেত্রী।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, বিশ্বকাপের ফাইনাল শেষে দীপিকা তার এই পরনের পোশাকটি দাতব্য কাজে ব্যবহারের জন্য দান করে দিয়েছেন।

Back to top button