রামাদ্বান মাস শুরু হবে আগামী ২৪ মার্চ!
নিউজ ডেস্কঃ ক্যালেন্ডারের পাতা থেকে চলে যাবো যাবো করছে ২০২২ সাল। নতুন বছর ঘিরে নতুন পরিকল্পনা সাজাতে ব্যস্ত সবাই। ধর্মপ্রাণও বসে নেই। নতুন বছর ঘিরে তাদের কর্মপরিকল্পনা শুরু হচ্ছে। তাদের জন্যেই রমজানের সম্ভাব্য একটি তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
এক প্রতিবেদনে গালফ নিউজ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা ২০২৩ সালে মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সাম্ভব্য তারিখ জানিয়েছেন। জ্যোতির্বিজ্ঞানীদের গণনা অনুসারে২০২৩ সালে মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান শুরু হতে পারে ২৩ মার্চ (বৃহস্পতিবার)। সেই হিসাবে চন্দ্রবর্ষ অনুযায়ী বাংলাদেশে রমজান শুরু হতে পারে ২৪ মার্চ।
জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, আরবি মাসগুলো যেহেতু চাঁদ দেখার ওপর নির্ভরশীল তাই আগামী বছরের (২০২৩) ২২ মার্চ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে ২৩ মার্চ থেকে প্রথম রোজা শুরু হবে।
গালফ নিউজের খবরে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমি (জ্যোতির্বিদ্যা) সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেস-এর সদস্য ইব্রাহিম আল জারওয়ান সংবাদমাধ্যমকে জানান, ২০২৩ সালে রমজান ২৩ মার্চ থেকে শুরু হয়ে ২৯ দিন পূর্ণ হতে পারে।
তিনি জানান, আগামী বছর আরব আমিরাতে রোজা রাখার সর্বোচ্চ সময় হতে পারে আনুমানিক ১৪ ঘণ্টা এবং মাসের শুরু থেকে শেষ পর্যন্ত এই সময়ে প্রায় ৪০ মিনিটের পরিবর্তন আসবে।