বড়লেখামৌলভীবাজার

আর্জেন্টিনা বিশ্বকাপ জেতায় শাহবাজপুরে বিজয় মিছিল

বড়লেখা প্রতিনিধি- মৌলভীবাজারের বড়লেখায় বিজয় মিছিল করেছে আর্জেন্টাইন সমর্থকেরা। তৃতীয় বারের মতো দলটি শিরোপা জেতায় ভক্ত-সমর্থকেরা এই বিজয় উদযাপন করে।

সোমবার বিকেলে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বাজারে এই বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পূর্ব বাজারের মুক্তিযোদ্ধা চত্বর থেকে শুরু হয়ে বাজার পদক্ষিন শেষে পুনরায় চত্বরের সামনে এসে শেষ।

পরে সেখানে আর্জেন্টিনার সমর্থকেরা বিভিন্ন স্লোগান দিয়ে বিজয় উদযাপন করেন। এসময় বিপুল সংখ্যক আর্জেন্টিনার ভক্ত-সমর্থক উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গতকাল কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে প্রতিপক্ষ ফ্রান্সকে ট্রাইবেকারে হারিয়ে তৃতীয় শিরোপা ঘরে তুলে আর্জেন্টিনা।

Back to top button