বগুড়া-৪ আসনে এমপি পদে নির্বাচন করতে চান হিরো আলম
জাতীয় সংসদ থেকে বিএনপির পদত্যাগ করা পাঁচ সংসদ সদস্যের শূন্য আসনে ভোট গ্রহণ করতে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এই পাঁচ আসনের মধ্যে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) একটি। এই সংসদীয় আসনে বিএনপির সংসদ সদস্য মো. মোশারফ হোসেন পদত্যাগ করায় আসনটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই আসন থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে নির্বাচন করতে চান সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। এর আগে তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় ওয়ার্ড সদস্য পদেও নির্বাচন করেছিলেন।
এসব তথ্য নিশ্চিত করে হিরো আলম বলেন, আমি আবার বগুড়া-৪ আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করতে যাচ্ছি। আমাকে লাঙ্গল প্রতীকে নির্বাচনের সুযোগ না দেওয়া হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নেবো।
এই আসনে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন হিরো আলম। কেন্দ্রে গিয়ে মারপিটে আহত হয়ে বগুড়া থেকে চলে যান।
হিরো আলম জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টির সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।