আন্তর্জাতিক
কানাডায় ব ন্দু ক হা ম লা, স ন্দে হভাজন হা ম লা কারীসহ নি হ ত ৬
কানাডার টরোন্টোর উত্তরের একটি শহরে বন্দুক হামলায় সন্দেহভাজন হামলাকারীসহ ৬ জন নিহত হয়েছেন। আঞ্চলিক পুলিশের তরফে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) সকালে পুলিশ জানায়, গুরুতর আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার সন্ধ্যায় রাদারফোর্ড রোডের উত্তরে জেন স্ট্রিটে অবস্থিত একটি আবাসিক ভবনে একজন হামলাকারী বেশ কয়েকজনকে লক্ষ্য করে গুলি চালিয়েছে, এমন খবর আসে পুলিশের কাছে।
পুলিশ বলছে, ঘটনাস্থলে পৌঁছালে পাল্টা গুলিতে সন্দেহভাজন ওই হামলাকারীও নিহত হয়।
এক বিবৃতিতে, দেশটির পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে হামলার কোনো হুমকি ছিল না বলেও জানায় তারা।
তবে কেন এ হামলা তার বিস্তারিত কিছু জানানো হয়নি।
সূত্র: রয়টার্স