খেলাধুলা
আর্জেন্টিনার জয়ে ট্রাকে করে উল্লাস, শতাধিক কিশোর আটক
বিশ্বকাপ জয়ের পর চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকে করে আনন্দ শোভাযাত্রা করার সময় শতাধিক কিশোরকে আটক করেছে পুলিশ। রোববার (১৮ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার কয়রাডাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মেসির বিশ্বকাপ জয়ের পর জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। রাতে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রাম থেকে একটি ট্রাকে করে শতাধিক কিশোর শহরে চলে আসে। তারা মাথাভাঙ্গা সেতুতে উল্লাসে মেতে উঠে। এসময় পুলিশ তাদের আটক করে তাদের তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, রাতে আটকের পর তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। আমরা ট্রাকটি জব্দ করা হয়।