খেলাধুলা

এমবাপ্পের হ্যাটট্রিকে সমতায় ফ্রান্স, পেনাল্টিতে ম্যাচ

jugantor
প্রচ্ছদ
ফুটবল বিশ্বকাপ-২০২২
Nagad-Fifa-WorldCup
ফুটবল বিশ্বকাপ ২০২২
এমবাপ্পের হ্যাটট্রিকে ফের সমতায় ফ্রান্স
স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২২, ১১:৩২ পিএম | অনলাইন সংস্করণ
32
Shares
facebook sharing buttonmessenger sharing buttonwhatsapp sharing buttontwitter sharing buttonlinkedin sharing button
এমবাপ্পেএমবাপ্পে
আবারও লিওনেল মেসির গোল। ফের এগিয়ে গেল আর্জেন্টিনা। ম্যাচের ১০৮ মিনিটে গোল করে দলকে দ্বিতীয় দফায় এগিয়ে নেন মেসি।

এরপর ডি বক্সের মধ্যে হ্যান্ডবল হলে পেনাল্টি পায় ফ্রান্স। পেনাল্টি থেকে গোল করে খেলায় ফের সমতায় ফেরান এমবাপ্পে।

এই গোলে কিলিয়ান এমবাপের পাশে বসলেন আর্জেন্টাইন মহাতারকা। টুর্নামেন্টে দুই জনেরই গোল সাতটি করে।

ফুটবল কিংবদন্তি পেলেকে (১২) ছাড়িয়ে গেলেন মেসি। বিশ্বকাপে তার ১৩ গোলের বেশি আছে কেবল তিন জনের।

পেনাল্টি থেকে গোল করেই রিদম ফিরে পায় ফ্রান্স। ৭৯ মিনিট ২-০ গোলে পিছিয়ে থাকা ফ্রান্সকে মাত্র মিনিটে ২ গোল করে সমতায় ফেরান কিলিয়ান এমবা দলটি এরপর ২ মিনিটে সমতা ফেরানোর পর রীদ জেগে ওcTঠল ফ্রান্স। পরের মিনিটে আরেকটি গোল করে সমতা ফেরাল। শেষ দিকে তাদের দারুণ কয়েকটি আক্রমণ ব্যর্থ করে দিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে গেল আর্জেন্টিনা।

ফ্রান্সের গতিময় খেলোয়াড়রা বেশ ভোগাচ্ছেন নিকোলাস ওতামেন্দি, ক্রিস্তায়ান রোমেরোদের। অতিরিক্ত সময়ে কঠিন পরীক্ষা অপেক্ষা আর্জেন্টিনার ডিফেন্ডারদের সামনে।

৯৩তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে আলেক্সিস মাক আলিস্তের একটুর জন্য শট লক্ষ্যে রাখতে পারলেন না।

৮০তম মিনিটের এই গোলের ধাক্কা সামলে ওঠার আগেই আবার জাল থেকে বল কুড়িয়ে আনতে হলো আর্জেন্টাইনদের। এমবাপের দারুণ গোলে ম্যাচে ফিরল ২-২ সমতা।

টুর্নামেন্টে এটি পিএসজি ফরোয়ার্ডের সপ্তম গোল। ক্লাব সতীর্থ লিওনেল মেসিকে ছাড়িয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি।

৮৫তম মিনিটে ফ্রান্সকে এগিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করলেন রন্দাল কোলো মুয়ানি।

যোগ করার সময়ের চতুর্থ মিনিটে দারুণ একটা চেষ্টা রুখে দিয়ে আর্জেন্টিনাকে ম্যাচে রাখেন এমিলিয়ানো মার্তিনেস। পরের মিনিটে ফ্রান্সের বিপজ্জনক একটি আক্রমণ একটুর জন্য ব্যর্থ হয়।

সপ্তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে লিওনেল মেসির শট কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান লরিস।

Back to top button