খেলাধুলা
এমবাপ্পের দুই গোল, ২-২ গোলে সমতা, খেলা অতিরিক্ত সময়ে
৭৮ মিনিটে কুলো মুয়ানিকে ডিবক্সের ভেতর ফাউল করে বসেন ওতামেন্দি। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান।
স্পট কিক থেকে বিশ্বকাপে নিজের ৬ষ্ঠ গোলটি করেন এমবাপে।
এই গোলের রেশ কাটতে না কাটতেই আবারও গোল করেন এমবাপে। ৮১ মিনিটে দুর্দান্ত ভঙ্গিতে গোল করে দলকে ২-২ এ সমতায় ফেরান এই পিএসজি তারকা।