বিনোদন

এবার আর্জেন্টিনার সাপোর্ট করে যে বার্তা দিলেন ব্রাজিল সমর্থক মিম

নিউজ ডেস্ক- বিশ্বকাপ ফুটবলে ফাইনাল আজ। ঢাকাই ছবির চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম সমর্থন করেন ব্রাজিল। বলা যায় পৈতৃক সূত্রেই ব্রাজিল সমর্থক পাওয়া। যে দল কোয়ার্টার ফাইনালেই বিদায় হয়েছে। ক্রোয়েশিয়ার কাছে ৩-১ গোলে হেরে কাতার বিশ্বকাপ থেকে বাড়ি ফেরেন।

ব্রাজিল হেরে যাওয়ার পর বিশ্বকাপ খেলা দেখার আগ্রহ কমে গেছে মিমের। এরই মাঝেই ব্যস্ত হয়ে পড়েন নতুন ছবির শুটিংয়ে। বর্তমানে তিনি কলকাতার সুপারস্টার জিতের বিপরীতে ‘মানুষ’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন।

নিজের প্রিয় দল বিশ্বকাপের ফাইনাল মঞ্চে না উঠলেও ফাইনাল ম্যাচ দেখার অধীর আগ্রহের কথা জানালেন মিম। রোববার হোয়াটসঅ্যাপে এ নায়িকা বললেন, ব্রাজিল নিয়ে অনেক প্রত্যাশা করেছিলাম। আমার দল তো বিদায় নিয়েছে। তবে ফাইনাল ম্যাচ নিয়ে একটা উত্তেজনা কাজ করছে। আজ তো শেয়ানে শেয়ানে লড়াই।

তবে লড়াই যাদের সঙ্গেই হোক বিশ্বকাপের ট্রফিটা মেসির হতেই উঠবে বলে মিমের ধারণা। নায়িকার ভাষ্য— ‘আমার মন বলছে, এবারের কাপটা মেসিই নেবে। এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরেই যাবে।’

Back to top button