আর্জেন্টিনা জিতলে মেজবানি দেবেন চট্টগ্রামের রোহান
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল ও আর্জেন্টিনা নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনার খবর এখন ফুটবল ভক্তদের মুখে মুখে। আর্জেন্টিনা, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ প্রায় সব দেশেই লাতিন আমেরিকার দুই দেশ নিয়ে বাংলাদেশিদের মাতামাতির খবর প্রচারিত হয়েছে।
এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল ছিটকে গেলেও ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। আর আজ রোববার ফাইনাল ম্যাচের আগে বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তদের উন্মাদনা নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আর্জেন্টিনার কিছু ভক্তের সঙ্গে কথা বলেছে সংবাদমাধ্যমটি। তাদের মধ্যে একজন হলেন চট্টগ্রামের রোহান আহমেদ। আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত রোহান আল জাজিরাকে বলেছেন, ‘যদি আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করে তাহলে আমি দুটি গরু জবাই করে মেজবান আয়োজন করব।’
কাতারি প্রভাবশালী সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৪ বছর পর পর বিশ্বকাপ এলে ১৭ কোটি জনসংখ্যার বাংলাদেশ আর্জেন্টিনায় পরিণত হয়। বাংলাদেশিরাও আর্জেন্টাইনদের মতো আকাশি-নীল জার্সি পড়েন। যদিও দুই দেশের মধ্যে দূরত্ব কয়েক হাজার কিলোমিটার।