বিনোদন

রাত হলেই স্বামীর এই ‘বদভ্যাস’! কঠিন সিদ্ধান্ত নিলেন স্ত্রী

নিউজ ডেস্ক- স্বামীর ‘বদভ্যাসে’ ত্যক্তবিরক্ত স্ত্রী। শেষ ডিভোর্সও চাইলেন। আদালতও ওই নারীকে বিবাহবিচ্ছেদের অনুমতি দিয়েছে। তার স্বামীর ‘বদভ্যাসটি’ অনেক চমকপ্রদ। রাত হলেই মাছ ধরতে যান তিনি।

সম্প্রতি চীনের এক নারী তার স্বামীর কাছ থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতে মামলা করেন। ওই নারীর দাবি, প্রতিদিন ভোরে উঠতে হয় তাকে। দুই সন্তানের টিফিন বানানো, তারপর তাদের স্কুলে পাঠানোর মাধ্যমে কাজ শুরু হয়। এরপর বাড়ির সব কাজ শেষ করতে হয়। সারা দিন প্রচুর পরিশ্রম করতে হয় তাকে।

ওই নারীর দাবি, তার স্বামী তাকে কোনো সাহায্য করেন না। এমনকি যখন ওই নারীর হাতে অনেক কাজ থাকে তখনও তার স্বামী সোফায় শুয়ে থাকেন। ওই নারীর আরও দাবি, রাতে স্বামী বাড়িতে থাকেন না। মাছ ধরার নেশা আছে তার। সেখানেই সারা রাত কাটান আর দিনের বেলা বাড়িতে শুয়ে থাকেন। এমনকি কাজে যেতেও গড়িমসি করছেন তার স্বামী।

আদালতে এসব কথা বলার পর বিচারক ওই নারীকে বিবাহবিচ্ছেদের অনুমতি দেন। পাশাপাশি তার স্বামীকে তীব্র ভাষায় তিরস্কার করেন। বিচারক বলেন, মাছ ধরার নেশা খুব বাজে না। কিন্তু তার মানে এই নয় যে, নিজের পরিবারকে সময় না দিয়ে সারা রাত মাছ ধরবেন আপনি।

জানা গেছে, ওই নারীর ১০ বছর আগে বিয়ে হয়। দুই সন্তানও রয়েছে তার। কিন্তু স্বামীর সঙ্গে কোনোভাবেই বনিবনা হচ্ছে না। তাই শেষ পর্যন্ত আদালতে মামলা করেছেন তিনি।

Back to top button