খেলাধুলা

ফরাসিদের ওপর ‘কালো জাদুর’ প্রভাব

নিউজ ডেস্ক- আর মাত্র একটা ম্যাচ। যারা জিতবেন হয়ে যাবেন ইতিহাসের অংশ। রোববার (১৮ ডিসেম্বর) রাতে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। ফাইনাল ম্যাচের আগে ফ্রান্স শিবিরে ক্যামেল ভাইরাস সংক্রমণ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। বলা হচ্ছে, শিরোপা নিশ্চিত করতে ফরাসিদের ওপর কালো জাদু করেছে আর্জেন্টিনা।

ইতিহাস থেকে মোটে একধাপ দূরে লিওনেল মেসি। ২০১৪ সালে মারিও গোতজের গোলে হৃদয় ভেঙেছিল আর্জেন্টাইনদের। কিন্তু এবার আর সে আক্ষেপে পুড়তে চান না আলবিসেলেস্তেরা। ৩৬ বছরের শিরোপাখরা ঘোচাতে মরিয়া লিওনেল মেসির দেশ।

ব্রাজিল বা রাশিয়ায় না হলেও কাতারের মরুভূমিতে ফুল ফোটালে ফের বদ্ধপরিকর লিওনেল মেসি ও তার সতীর্থরা। ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলার মাইলফলকের সামনে থাকা ৩৫ বছর মেসির যে এটিই সর্বশেষ বিশ্বকাপ, তা জানিয়ে দিয়েছেন স্বয়ং মেসিই।

তাই যেকোনো উপায়েই শিরোপা জিততে মরিয়া লাতিন আমেরিকার জায়ান্টরা! কিন্তু বিশ্বকাপ জেতাও এতটা সহজ না। আর সে জন্য ‘কালো জাদুর’ আশ্রয় নিয়েছেন আর্জেন্টাইনরা, এমন গুঞ্জনে উত্তপ্ত হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো।

গুঞ্জন চলছে আর্জেন্টিনার জাদুকর সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব আর্জেন্টাইন ম্যাজিশিয়ান’ ও ‘অ্যাসোসিয়েশন অব আর্জেন্টাইন উইচেস’ ফরাসি ফুটবলারদের কালো জাদু করেছে। এতে রীতিমতো ঘি ঢেলে দিয়েছে ফ্রান্স শিবিরে ‘ক্যামেল ভাইরাসের’ আক্রমণ।

ফ্রান্স দলে ইনজুরি সমস্যা আগে থেকেই ছিল। এর মাঝে নতুন বিপত্তি ফ্লু। এই ভাইরাসে আক্রান্ত হয়ে ঠান্ডাজ্বরে ভুগছেন পাঁচ ফরাসি ফুটবলার। সেমিফাইনালে মাঠে নামতে পারেননি আদ্রিয়ান রাবিও এবং দাইয়ু উপামেকানোর। তবে তারা কিছুটা সুস্থ হলেও নতুন করে আক্রান্ত হয়েছেন রাফায়েল ভারান, ইব্রাহিম কোনাতে ও কিংসলে কোম্যান।

তবে কালো জাদুর বিষয়টি উড়িয়ে দিয়েছে অ্যাসোসিয়েশন অব আর্জেন্টাইন উইচেস। এক টুইট বিবৃতিতে সংগঠনটি বলেছে, ‘সবার ভাবনা ও সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই। সবাই সেটাই করে যেটা তারা চায় ও জানে। আমরাও যেটা চিন্তা করি সেটাই সেরা। আমাদের ভাবনায় কেউ বিপদে পড়বে না। সবাই মুক্ত ও সম্মানিত।’

Back to top button