বিনোদন

এবার একই মঞ্চে অপু-বুবলী!

কয়েকদিন আগেই নিজেদের বিয়ে ও সন্তান জন্মের বিষয়টি সবার সামনে আনেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা বুবলী। যদিও শাকিবের সঙ্গে বুবলীর সম্পর্কটা তেমন একটা ভালো যাচ্ছে না।

তিনি বলেছেন, সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও বুবলী দু’জনই তার কাছে এখন অতীত। এদিকে অপু বিশ্বাস ও বুবলীর সামনা-সামনি কখনো দেখা হয়নি।

এবার সেই ঘটনাই ঘটতে যাচ্ছে। আগামী ২৩শে ডিসেম্বর মুখোমুখি হতে যাচ্ছেন তারা। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত একটি ফ্যাশন শোতে অংশ নেবেন অপু বিশ্বাস ও বুবলী।

সম্প্রতি ‘ঢাকা ফ্যাশন ডে-২০২২’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজক পিয়াল হোসেন জানান, অপু ও বুবলী দু’জনকেই আমন্ত্রণ জানানো হয়েছে। মানব জমিন

তবে তারা একসঙ্গে কোনো পারফর্মেন্সে অংশ নেবেন না। বরং আলাদাভাবে শো স্টপার হিসেবে পারফর্ম করবেন।

অনুষ্ঠানে তারা দু’জন ছাড়াও আরও অনেক অভিনয় শিল্পী উপস্থিত হবেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশেই এ রকম আয়োজন হয়।

তবে বাংলাদেশে এ রকম বড় পরিসরে এবারই প্রথম ফ্যাশন ডে হতে যাচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের পোশাক ও মডেলদের বিশ্ববাজারে তুলে ধরতে চাই।

উল্লেখ্য, ২০১৮ সালে শাকিব এবং অপুর বিবাহ বিচ্ছেদের পরে ওই বছরেরই ২০শে জুলাই বিয়ে করেন বুবলীকে। এরপর ২০২০ সালের ২১শে মার্চ তাদের সংসারে জন্ম নেয় শেহজাদ খান বীর।

Back to top button