খেলাধুলা

‘এটা মেসি বনাম এমবাপে নয়, আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ম্যাচ’

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের লড়াইয়ের মাঝে অন্য লড়াইটাও হবে মেসি এবং এমবাপের মধ্যে। বিশ্বকাপের গোল্ডেন বুট, গোল্ডেন বল জয়ের জন্য এই দুই তারকাই রয়েছেন সবার উপরে। তাই আলোচনাটাও হচ্ছে বেসি তাদের দ্বৈরথ নিয়ে। লিওনেল স্কালোনি অবশ্য এসবে মাথা ঘামাচ্ছেন তিনি বলে দিয়েছেন এটা তাদের মধ্যে ম্যাচ নয়, এটা আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ম্যাচ।

বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনে হাজির হন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘আগামীকালকের ম্যাচটি হবে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যে, মেসি ও এমবাপের মধ্যে নয়। আমাদের দুই দলেরই প্রয়োজনীয় অস্ত্র আছে। শুধু তারাই নয় যে, যারা ম্যাচ নির্ধারক হিসেবে কাজ করবে। মেসি ভালো আছে এবং আশা করবো আমাদের দিকেই ফল আসবে।’

বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ গোল করেছেন এমবাপে। তাকে আটকানো সহজ হবে না আর্জেন্টিনার। এমবাপেকে আটকানোর ব্যাপারে স্কালোনি বলেন, ‘এটা ব্যক্তিগত খেলার থেকে দলগত একটি খেলা। তাদের শুধু এমবাপে নয়, অন্যান্য আরো অনেক ভালো খেলোয়াড় আছে। ফ্রান্সের আরো অনেক ভালো খেলোয়াড় আছে যারা বলের যোগান তার থেকেও ভালো দিতে পারে। সে এখনো অনেক তরুণ এবং আরো ভালো করার চেষ্টা করছে।’

এ সময় এক পর্যায়ে ফাইনালের রেফারিং নিয়েও কথা বলেন স্কালোনি। কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের ম্যাচগুলোতে কিছু বিতর্কিত সিদ্ধান্ত রেফারিংকে প্রশ্নবিদ্ধ করেছে। স্কালোনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে মারসিনিয়াক ভালোভাবেই ম্যাচ পরিচালনা করেছেন। এখন ভিএআর আছে, সাথে আরো অনেক ক্যামেরা আপনার দিকে তাক করানো থাকবে। আমার মনে হয় না রেফারি ভুল কিছুর সিদ্ধান্ত দিবেন, আপনাকে তার কাজটি করতে দিতে হবে ঠিকভাবে।’

Back to top button