সারাদেশ
চুরি হয়ে গেল সাফজয়ী মাসুরার বাবার ভ্যান
ফুটবলার মাসুরা পারভীনের বাবা রজব আলীর একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হয়ে গেছে।
শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় মাসুরার বাড়ি থেকে ভ্যানটি চুরি হয়ে যায়। সাফ চ্যাম্পিয়নশিপ ট্রফি জয়ের পর মাসুরা তার বাবা রজবকে ভ্যানটি কিনে দিয়েছিলেন।
চুরির ঘটনায় শনিবার দুপুরে রজব আলী সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
চুরির বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, চুরির ঘটনায় ফুটবলার মাসুরার পিতা রজব আলী একটি অভিযোগ দিয়েছেন। যে কোনো মূল্যে চুরির ঘটনা উদঘাটন করে আসামীকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।