ফ্রান্সের কিছু লোকও আর্জেন্টিনার জয় চায়: দেশম
লুসাইল স্টেডিয়াম আকাশি-সাদায় ভরে যাবে। মেসি-মেসি ধ্বনিতে কান পাতা দায় হবে। গ্যালারির ফ্রান্স ভক্তদের কোণঠাসা করে ফেলবে তারা। ভক্তরা চাইবে ফ্রান্স ফুটবলারদেরও চাপে ফেলে দিতে। এসব ফ্রান্স কোচ দিদিয়ের দেশম জানেন। তিনি এও জানেন যে, কিছু ফ্রান্সের লোকও আর্জেন্টিনার জয় চাইবে। এসব নিয়ে চিন্তিত নন তিনি। বরং মানিয়ে নিয়ে দলের থেকে চান সেরা ফুটবল।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে খেলোয়াড় ও কোচ হিসেবে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দেশম বলেন, ‘আমরা জানি, আর্জেন্টিনা দর্শক প্রিয় দল। আগের অনেক ম্যাচেই তারা সমর্থন পেয়েছে। লুসাইল স্টেডিয়ামের অধিকাংশই তাদের দখলে থাকবে। আমি জানি, কিছু ফ্রান্সের লোকও তাদের জয় চাইবে। কিন্তু আমরা ফাইনাল জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। শান্ত থাকার চেষ্টা করবো। গোল করে হাত উচিয়ে ধরবো।’
আর্জেন্টিনার ভক্তদের গ্যালারির গান, উল্লাস নিয়ে চিন্তিত নন ফ্রান্স কোচ দেশম। মাঠে আর্জেন্টিনাকে থামানো নিয়ে চিন্তা তার, ‘উৎসবের আবহ থাকবে। আর্জেন্টিনার ভক্তরা খুবই আবেগি, তারা দলকে পূর্ণ সমর্থন দেবে, একটা ইতিবাচক উৎসবের আমেজ থাকবে। ফাইনালে এটাই হওয়া উচিত। তবে আমাদের চিন্তা গ্যালারি নিয়ে নন, মাঠে। কারণ আমরা জানি, তারা (মেসিরা) সমস্যা তৈরি করার মতো এরই মধ্যে অনেক কিছুই করেছে।’
আর্জেন্টিনাকে ২০১৮ বিশ্বকাপে শেষ ষোলোয় হারিয়েছিল ফ্রান্স। ওই দলের সঙ্গে এই আর্জেন্টিনার অনেক পার্থক্য বলে মন্তব্য করেছেন ১৯৯৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স অধিনায়ক দেশম, ‘আমরা আর্জেন্টিনার খেলা পর্যবেক্ষণ করেছি। আসরের ছয় ম্যাচে ভিন্ন ছয় প্রতিপক্ষের বিপক্ষে ছয়টি কৌশলে খেলেছে তারা। আমাদের বিপক্ষেও নতুন ছক কষে খেলতে পারে।’
আসর শুরুর আগে থেকে ফ্রান্স ইনজুরি জর্জরিত দল। করিম বেনজেমা, এনকুনকু, লুকাস হার্নান্দেজ বিশ্বকাপে এসে ছিটকে গেছেন। পল পগবা, এনগোলে কান্তে ইনজুরির কারণে দলে নেই। ওই ধাক্কা সামলে ফাইনালে আসা ফ্রান্সের সামনে নতুন পরীক্ষা। দলটির মূল পাঁচ ফুটবলার জ্বরে ভুগছেন। তারা হলেন- রাফায়েল ভারানে, ইব্রাহিমা কোনাতে, কিংসলি কোম্যান, ডায়ত উপামেকানো এবং আন্দ্রে র্যাবিওট।
ফাইনালে তাদের খেলার বিষয়ে কোন ধারণা দিতে পারলেন না ফ্রান্স কোচ দেশম। তার কথা শুনে মনে হয়েছে, ফাইনালে ওই পাঁচজন খেলতে পারবেন না। দেশম তাই মানিয়ে নেওয়ার কথা বলেছেন, ‘আমরা ভিন্ন পরিস্থিতির সঙ্গে যতটা সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করবো। দলে যেন প্রভাব না ফেলে সেই চেষ্টা করবো। দলে ভাইরাস আক্রমণ না করলে ভালো হতো। তবে চেষ্টা করবো সতর্ক থাকার। এসব অনাকাঙ্খিত পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া কিছু করার নেই।’