হবিগঞ্জ

মাধবপুরে সড়ক দু র্ঘ ট না য় নিহতদের পরিবারকে ইউএনও’র আর্থিক সহায়তা

নিউজ ডেস্ক- হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় দুই নিহতদের পরিবারকে ইউএনও আর্থিক সহায়তা প্রদান করেছেন।

আজ (১৭ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান নিহত পিয়াইম গ্রামের ফটিক মিয়া ও বেজুড়া গ্রামের নয়ন মিয়ার বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের হাতে ২০ হাজার টাকা করে তুলে দেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প অফিসার নুর মামুন।

উল্লেখ, গত ১৫ ডিসেম্বর বৃহস্পতিবারে ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুরে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক সহ ২ জন ঘটনাস্থলে প্রাণ হারায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান জানান, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের নির্দেশনায় নিহতদের পরিবারকে এ আর্থিক সহায়তা প্রদান হরা হয়েছে।

Back to top button