আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রে ফ তা র
নিউজ ডেস্ক- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের বিশেষ ইউনিট এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা এলাকার মাতুয়াইল উত্তরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম যুলকিফল মাহমুদ ওরফে শান্ত মাহমুদ (২৪)।
এটিইউ’র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মো. আসলাম খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতার আসামি ২০১৯ সালের দিকে জঙ্গি নেতা তামিম আল আদনানীর বিভিন্ন ভিডিও হতে জঙ্গিবাদে উৎসাহিত হয় এবং জিহাদের জন্য প্রস্তুতি নেয়। জিহাদের যোগদানের উদ্দেশ্যে সে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ শুরু করে। এরই প্রেক্ষাপটে শান্ত মাহমুদ সঙ্গে আনসার আল ইসলামের কতিপয় সদস্যের যোগাযোগ হয়। ওই সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী শান্ত মাহমুদ ব্যক্তি পর্যায়ে জিহাদের প্রশিক্ষণ নিতে শুরু করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জিহাদের প্রচারণা চালিয়ে যায়।
আসলাম খান বলেন, সাংগঠনকে শক্তিশালী করার জন্য চাঁদা দিতো শান্ত মাহমুদ। সে ছদ্মনামে ফেসবুক আইডির মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামর ফেইসবুক পেইজের বিভিন্ন জঙ্গী সংক্রান্ত পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার এবং নিজেও বিভিন্ন পোস্ট করে উগ্রবাদী কার্যক্রমে উৎসাহ দিয়ে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জিহাদের প্রস্তুতি নিচ্ছিল।
গ্রেফতারের সময় জিহাদের বয়ান সংবলিত একটি ডায়রি এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, এর মাধ্যমে সে জিহাদ সংশ্লিষ্ট একাধিক ফেসবুক আইডি ব্যবহার করতো। এছাড়া টেলিগ্রামের মাধ্যমে বিভিন্ন জঙ্গি সংশ্লিষ্ট গ্রুপের সঙ্গে যোগাযোগ রাখতো।
গ্রেফতার আসামির বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৮/৯(৩)/১৩ নিয়মিত মামলা রুজু হয়েছে।