সুনামগঞ্জে বাড়ির পেছনে গাছে মিলল কৃষকের ঝুলন্ত মরদেহ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে গলায় ফাঁসি দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী যুবক মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের জমশেরপুর গ্রামের মৃত গৌরাঙ্গ সরকারের ছেলে বিকাশ সরকার (৩৯)। পেশায় একজন কৃষক।
আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) উপজেলার জমশেরপুর গ্রামে বিকাশের বাড়ির পেছনে হিজল গাছের সঙ্গে বিকাশের মরদেহ ফাঁসিতে ঝুলে আছে দেখতে পায় প্রতিবেশীরা।
পরে স্থানীয় ইউপি সদস্য সনেট তালুকদারকে খবর দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে সে ছুটে আসে এবং সঙ্গে সঙ্গে মধ্যনগর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য সনেট তালুকদার জানান, বিকাশ সরকার এর পূর্বে আরো দুবার বিনা কারণে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে হঠাৎ করেই গত রাতে ঘর থেকে বেড়িয়ে যায়, তারপর সকালে বাড়ির পেছনে হিজল গাছে পাওয়া যায় ফাঁসিতে ঝুলানো লাশ।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, সকালে খবর পাওয়া মাত্রই আমরা লাশটি উদ্ধার করি। পরিবারের কারো ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।