স্ত্রীকে দেখতে নেপাল থেকে সাইকেল চালিয়ে বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত
স্ত্রী ঢাকায় জার্মানির দূতাবাসে চাকরি করেন আর নেপালের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন জার্মানির রাষ্ট্রদূত প্রিন্স টমাস হেনারিচ। স্ত্রীর সঙ্গে বড়দিনের ছুটি কাটাতে তিনি বাইসাইকেলযোগে বাংলাদেশে এসেছেন। আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় নেপাল থেকে ভারত হয়ে তিনি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন।
এ সময় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম। পরে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টের কার্যক্রম শেষে তিনি বাইসাইকেলে বগুড়ার উদ্দেশে রওনা হোন। এরপর সেখান থেকে তিনি ঢাকায় যাবেন বলে জানা গেছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘নেপালে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত থমাস হেনরিজ আজ ভারত হয়ে বাংলাদেশে আসেন। তিনি ছুটি নিয়ে ব্যক্তিগত সফরে বাইসাইকেলে আমাদের দেশে এসেছেন। এটি তার কোনও সরকারি সফর নয়। তিনি হিলি ইমিগ্রেশন থেকে পাসপোর্টের কার্যক্রম শেষে বগুড়ার উদ্দেশে রওনা হয়েছেন। এরপর সেখান থেকে ঢাকায় যাবেন। সেখানে তার স্ত্রী থাকেন। তার সঙ্গে সময় কাটিয়ে বিমানে নেপাল ফিরবেন বলে জানতে পেরেছি।’