ফ্রান্সে ভবনে আগুন লেগে ৫ শিশুসহ নিহত ১০
ফ্রান্সের লিওন শহরের একটি ভবনে আগুন লেগে পাঁচ শিশুসহ অন্তত ১০ জন মারা গেছেন। নিহত শিশুদের বয়স তিন থেকে ১৫ এর মধ্যে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন নিজেই নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনায় আরও চার জন আহত হয়েছেন।
আল-জাজিরার খবরে জানানো হয়, শুক্রবার ভোরে ওই ভবনে আগুন লাগে। এরপর দ্রুতই সাত তলা ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। পরে দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ভবনটিতে ভয়াবহ পর্যায়ের আগুন লেগেছিল। ওই এলাকার আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়।
মোহাম্মদ নামের এক প্রতিবেশি বলেন, আমি চিৎকার চেচামেচিতে জেগে উঠি। আমরা চেয়েছিলাম সেখানে থাকা মানুষদের সাহায্য করতে। কিন্তু ধোঁয়ার মাত্রা ছিল অত্যাধিক।
আমি একজন নারীকে মৃত দেখেছি, নাটকীয় অবস্থা। এখনও জানা যায়নি, ঠিক কীভাবে আগুন লেগেছে। অনেকগুলো কারণ খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার পর ১৭০ জন দমকলকর্মীকে সেখানে নিয়োযিত করা হয়। তাদের মধ্যে দুই জন সামান্য আহত হয়েছেন।