বিয়ানীবাজারে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা চত্বরের স্মৃতি সৌধে এবং দুপুরে স্বাধীনতার প্রথম প্রহরে শহীদ ড. গোবিন্দ্র চন্দ্র দেব স্মৃতি সৌধে পুষ্পশ্রদ্ধা নিবেদন করেন প্রশানিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
স্মৃতি সৌধে ফুলেল শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসিলম নেতৃত্বে উপজেলা প্রশাসেনর কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হকের নেতৃত্বে পৌর প্রশাসন, বিয়ানীবাজার থানা পুলিশ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খানের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ।
এ সময় শহীদ বুদ্ধিজীবীদের আত্মদানকে স্মরণীয় করে রাখতে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে সবাইকে কাজ করার আহবান জানান।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে এ জাতিকে মেধা শূন্য করার চেষ্টা করেছিল পাক বাহিনী। তাদের সকল অপচেষ্টা ব্যর্থ প্রমান করেছে মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসীরা।