বিয়ানীবাজার সংবাদ

শাহীনবাগে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত!

রাজধানীর শাহীনবাগে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে। স্থানীয় কিছু লোক সেখানে বেশ হট্টগোল করেন বলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে জানিয়েছেন তিনি। এ ঘটনায় বেশ অসন্তোষও প্রকাশ করেন হাস।

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।

ড. মোমেন বলেন, আজ হঠাৎ জরুরিভিত্তিতে মার্কিন রাষ্ট্রদূত আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করে তিনি জানান, আজ শাহীনবাগে একটি বাসায় গিয়েছিলেন তিনি। সেখানে যখন যান তখন অনেক লোক ছিল। বাইরেও বহু লোক ছিল এবং তারা রাষ্ট্রদূতকে কিছু একটা বলতে চাচ্ছিল। রাষ্ট্রদূতের নিরাপত্তায় নিয়োজিত লোকজন তাকে বলেছে, আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান। কারণ তারা (বাইরে ও ভেতরে থাকা লোকজন) আপনার গাড়ি ব্লক করে দেবে। সেই নিরাপত্তা অনিশ্চয়তার কারণে তিনি তাড়াতাড়ি চলে যান। এতে তিনি খুবই অসন্তুষ্ট হয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি বলেছি, আপনি এবং আপনার লোকদের আমরা আরও নিরাপত্তা দেব। আপনি অধিক নিরাপত্তা চান, আমরা দেব। যদি আপনার বা আপনার লোকের ওপর কেউ আক্রমণ করে বা অপমান করে আমি তাকে গ্রেপ্তার করতে পারব। এর বাইরে আমি কিছু করতে পারব না। তবে আপনার প্রোটেকশন আমরা অবশ্যই দেব।

শাহীনবাগে যাওয়ার তথ্য কীভাবে প্রচার হলো? রাষ্ট্রদূতের কাছে প্রশ্ন রেখে মোমেন বলেন, আমি বলেছি, আপনি সেখানে গেছেন; এ খবরটা কে প্রচার করল? আমরা-তো জানি না। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানে না। আপনারা আমাদের জানাননি। সুতরাং এ বিষয়ে আমরা কিছুই জানি না। এ তথ্য কে লিক করল? তিনি এটার উত্তর দিতে পারেননি।

মোমেন বলেন, আমি তাকে বলেছি, আপনি বের করেন, আপনি ওখানে যাচ্ছেন এটা কেমন করে লোকের কাছে প্রচার হলো? আপনার লোকই-তো প্রচার করতে পারে। এটা আমরা বলেছি। তিনি একটু দুশ্চিন্তায় আছেন। আমি তাকে বললাম, আপনার নিরাপত্তা বিধানের দায়িত্ব আমাদের। আপনার বা আপনার লোকের ওপর কেউ আক্রমণ করেছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না। রাষ্ট্রদূত বলেছেন, হয়ত তার গাড়িতে দাগ লেগেছে। তবে এটা নিশ্চিত নয়।

দেশের গণমাধ্যম খুব সোচ্চার উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি বলেছি, গণমাধ্যমকে আটকাতে পারব না। আমাদের দেশের গণমাধ্যম খুব সোচ্চার। যদিও আপনারা বলেন, তাদের কথা বলার স্বাধীনতা নেই। যখনই কিছু হয় তারা ওটার পেছনে লেগে থাকে। আমি তাদের আটকাতে পারব না। আমি তাদের দূরে রাখতে পারি। কিন্তু তাদের বাধা দিতে পারব না। আর ওখানে লোকজন যারা গেছে, তাদেরও আমি বাধা দিতে পারব না। তারা তাদের বক্তব্য দেবে। আমি তাদের আটক করতে পারব না।

উল্লেখ্য, বুধবার (১৪ ডিসেম্বর) সকালে মার্কিন রাষ্ট্রদূত নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় যান। সকাল ৯টা ৫ মিনিটে সুমনের বাসায় প্রবেশ করেন তিনি। প্রায় ২৫ মিনিট তিনি সেখানে অবস্থান করেন। এরপর তিনি ওই বাসা থেকে বেরিয়ে যান।

সেখান থেকে বেরিয়ে আসার সময় প্রায় ৪৫ বছর আগের গুমের ঘটনা ও সামরিক শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে রাষ্ট্রদূতের কাছে স্মারকলিপি দেয় ‘মায়ের কান্না’ নামে একটি সংগঠন।

Back to top button