খেলাধুলা

ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়ার সুযোগ মরক্কোর

চলতি কাতার বিশ্বকাপের আগে কেউ কি কল্পনাতে রেখেছিল সেমিফাইনালে খেলবে মরক্কো। ১৯৭৬ সালের পর নিজ মহাদেশীয় টুর্নামেন্ট আফ্রিকান নেশনস কাপে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড নেই। তারাই এবার এখন পর্যন্ত কাতার বিশ্বকাপের সেরা চার দলের একটি। একের পর এক কীর্তি গড়ে দলটি আজ ফাইনালের টিকিট পাওয়ার অপেক্ষায়। বাংলাদেশ সময় রাত ১টায় আল বায়েত স্টেডিয়ামে ফ্রান্সকে হারাতে পারলেই হবে আরেক ইতিহাস।

এদিকে প্রথম আফ্রিকান, আরব এবং মুসলিম দেশ হিসেবে ঠাঁই করে নেবে বিশ্বকাপের ফাইনালে। আসরে টানা অপরাজিত থাকা, একের পর পর বিগ টিমকে নাকানি চোবানি খাওয়ানো দল তারা। তাই তাদের সমর্থনটা আজ বেশিই ফ্রান্সের তুলনায়। তবে আবেগী পর্বের ইতি টানলে আজ সব দিকেই এগিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তারকার ভারিক্কি আর ফিফা র‌্যাংকিং সবই ফরাসিদের দখলে। আর দুই দলের পারস্পরিক ম্যাচের অতীত রেকর্ড টানলে ভোটটা বেশই পড়বে হুলো লরিচ- কিলিয়ান এমবাপ্পেদের পক্ষে।

কারণ এখন পর্যন্ত ফরাসিদের বিপক্ষে জয়ের কোনো রেকর্ড নেই মরক্কানদের। ফিফা র‌্যাংকিংয়ে ফ্রান্স ৪ এবং মরক্কো ২২ নাম্বারে আছে।
দুই দল এ পর্যন্ত একে অপরের বিপক্ষে খেলেছে ৭টি ম্যাচ। এর পাঁচটিতেই জয় দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। অপর দুই ম্যাচ ড্র। ২০০৭ সালের শেষ সাক্ষাতে উভয় দলের ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে এটাই উত্তর-পশ্চিম আফ্রিকার দেশটির বড় প্রেরণা। ২০০০ সালের কিং হাসান দ্বিতীয় টুর্নামেন্টে ফ্রান্স ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল মরক্কোকে।

কাগুজে হিসাবে ফ্রান্স মরক্কোর বিপক্ষে ৫ ম্যাচে জিতলেও ফিফার নিয়মে এর দুই ম্যাচই ড্র বলে স্বীকৃত। কারণ ওই দুই ম্যাচে ইউরোপিয়ান দেশটির জয় এসেছিল টাইব্রেকারে। ১৯৭৫ সালের ভূমধ্যসাগরীয় গেমসের খেলা নির্ধারিত সময়ে ১-১ এ শেষ হওয়ার পর ফ্রান্স ৩-১ গোলে জয় পায় টাইব্রেকারে। ১৯৯৮ সালের কিং হাসান দ্বিতীয় কাপেও ফ্রান্সের জয় টাইব্রেকারে ৬-৫ গোলে।

২-২ এ খেলা শেষ হওয়ার পর এই পেনাল্টি শ্যুট আউটের আশ্রয় নেয়া। এ ছাড়া ১৯৮৮ সালের চার জাতি ফুটবলে এবং ১৯৯৯ এর প্রীতি ম্যাচে মরক্কোর বিপক্ষে তাদের জয় ছিল ২-১ ও ১-০তে। ফরাসিদের বিপক্ষে অন্য সব আফ্রিকান দেশের মতো মরক্কোরও আজ প্রতিশোধ মিশন। উনিশ শতকে পুরো উত্তর-পশ্চিম আফ্রিকা দখল কেন দেয় ফ্রান্স। বাদ যায়নি মুসলিম দেশ মরক্কোও।

ফরাসি সৈনিকদের হাতে প্রাণ হারায় হাজার হাজার মরক্কান। দেশান্তরও হয়েছেন হাজার হাজার মুসলিম। এই বিশ্বকাপে তিউনিসিয়া সেই দখলদারিত্ব আর হত্যাযজ্ঞের বদলা নিয়েছিল গ্রুপ পর্বে ফ্রান্সকে ১-০তে হারিয়ে। যেমনটা সিনেগাল করেছিল ২০০২ সালে আগের বারের বিশ্ব সেরা জিদানের দলকে পরাজয়ের গ্লানিতে ডুবিয়ে। আজ মরক্কোর পালা। পারবে কি ওয়ালিদ রেগরিগির দল দিদিয়ের দেশ্যামস এর দলকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাবচ্যুত করতে।

Back to top button