খেলাধুলা

মেসির গোল, এগিয়ে গেলো আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপের ৩২ দলের লড়াই থেকে এখন অবশিষ্ট রয়েছে ৪ দল। প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ লিওনেল মেসির আর্জেন্টিনা। বাংলাদেশ সময় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে এই দুই দল।

ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া লড়ছে সমানতালে। ২৫ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা ২ শট নিয়েছে, ১টি অন টার্গেট। অন্যদিকে ক্রোয়েশিয়া ১টি শট নিয়েছে। ৩৪ মিনিটে মেসির পেনাল্টি থেকে গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসির পর আলভারেজের চমক। ৩৯ মিনিটে দুর্দান্ত এক গোল দেন তিনি।

ফাইনালে যাওয়ার এমন মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও দলে পরিবর্তন এনেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। আগের ম্যাচের ৩-৫-২ ফরমেশন থেকে সরে এসে আজ ৪-৪-২ ফরমেশন বেছে নিয়েছেন তিনি।
ক্রোয়শিয়ার বিরুদ্ধে নেদারল্যান্ডসের ম্যাচে হলুদ কার্ডের নিষেধাজ্ঞায় থাকা আকুনার পরিবর্তে দলে আরেকজন অতিরিক্ত মিডফিল্ডার পারেদেসকে দলে নিয়েছেন তিনি। এছাড়াও ফরমেশনের কারণে লিসান্দ্রো মার্টিনেজের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন তাগলিয়াফিকো।

এদিকে, আজও শুরুর একাদশে মাঠে থাকছেন না অ্যাঞ্জেল ডি মারিয়া। ইনজুরি সমস্যা থাকার কারণেই তাকে নিয়ে ঝুঁকি নিতে চাননি আর্জেন্টাইন কোচ। অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারানো একাদশ নিয়েই ৪-৩-৩ ফরমেশনে মাঠে নেমেছে ক্রোয়েশিয়া।

Back to top button