সারাদেশ

প্রধানমন্ত্রীকে কটুক্তি, সেই নারী সদস্যকে অব্যাহতি দিতে চেয়ারম্যান-মেম্বারদের সুপারিশ

লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য (মেম্বার) নয়ন বেগমের অব্যাহতি চেয়ে আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেনের কাছে লিখিতভাবে এ আবেদন করা হয়। আবেদন কার্যকরে জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হবে বলে জানিয়েছেন ইউএনও।

ওই অব্যাহতির আবেদনে চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল ও ১১ সদস্য সই করেন।

গত ৯ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও আওয়ামী লীগকে নিয়ে নয়ন ফেসবুকে আপত্তিকর পোস্ট দেন।

এ ঘটনায় রোববার (১১ ডিসেম্বর) রাতে জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আহছানুল কবির রিপন বাদী হয়ে নয়ন মেম্বারের বিরুদ্ধে সদর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) আইনে মামলা করেন।

নয়ন বেগম চররমনী মোহন ইউনিয়ন পরিষদের (৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড) সংরক্ষিত ওয়ার্ডের সদস্য। তিনি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক।

এদিকে, মামলা হওয়ার পর থেকে নয়ন বেগমের মোবাইলফোন বন্ধ রয়েছে। এতে তার বক্তব্য জানা যায়নি।

চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল বলেন, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের বিরুদ্ধে নয়ন মেম্বার আপত্তিকর বক্তব্য দেন। এই ঘটনায় আমি ও আমার সদস্যরা মর্মাহত। এজন্য সবার সম্মতিক্রমে নয়নের অব্যাহতি চেয়ে আমরা ইউএনওর কাছে আবেদন করেছি।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন বলেন, ইউপি সদস্যকে অব্যাহতি দেওয়ার আবেদনটি পেয়েছি। এটি কার্যকরে জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হবে।

Back to top button