খেলাধুলা

আর্জেন্টিনা যেভাবে গোল দেবে আমরাও বিএনপিকে একইভাবে গোল দেব

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আর্জেন্টিনা যেভাবে গোল দেবে আমরাও বিএনপিকে একইভাবে গোল দেব। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে সেতু মন্ত্রী বলেন, খেলা হবে। আজ সেমিফাইনালে গোল দিয়ে ফাইনালেও জয় লাভ হবে। আর্জেন্টিনা যেভাবে গোল দেবে আমরাও বিএনপিকে একইভাবে গোল দেব।

ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় আছেন বলে মানুষ ভয়ে কিছু বলে না। সাধারণভাবে দেখলে সব দেখতে পাবেন। দয়া করে দলের নামে কেউ অপকর্ম করবেন না। আওয়ামী লীগের পরিচয় না থাকলে আমি কে? পদ না থাকলে কেউ কিছু না। কাজেই দলের বদনাম হয় এমন কাজ কেউ করবেন না।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর খুনের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। তিনি কী বাঁচতে পেরেছেন? তাকেও একইভাবে মরতে হয়েছে। বঙ্গবন্ধুকে না মারলে হয়তো জিয়াউর রহমানকে মরতে হতো না।

Back to top button