রাজনীতি

জামায়াত আমির শফিকুর রহমানকে আটকের অভিযোগ

টাইমস ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে আটক করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে বলে জানান সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম।

জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ দাবি করেন, ‘জামায়াতের আমিরকে আটক করে রাজধানীর গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। তিনি সব মামলায় জামিনে আছেন। কেন তাকে গোয়েন্দা পুলিশ আটক করলো বুঝতে পারছি না।’

কী অভিযোগ বা কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে ডিবি পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ কথা বলতে রাজি হননি।

শফিক গত ১০ ডিসেম্বর বিএনপি সমাবেশ থেকে ১০ দফা ঘোষণা করে এ দাবিতে আগামী ২৪ ডিসেম্বর গণমিছিলের যুগপৎ আন্দোলনের কর্মসূচি দেওয়ার পর জামায়াতের পক্ষ থেকেও অনুরূপ কর্মসূচি ঘোষণা করেন।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামায়াতের যুগপৎ আন্দোলনের ঘোষণা আওয়ামী সরকারকে প্রচণ্ড অস্থির করে দিয়েছে। যার জন্য তারা জামায়াত আমিরকে গ্রেফতার করেছে।’

শফিকুর রহমান গত অক্টোবরে আগামী তিন বছরের (২০২৩-২৫) জন্য জামায়াতের আমির নির্বাচিত হন।

Back to top button