খেলাধুলা

আজ রেফারির দায়িত্বে ওরসাতো, যার পরিচালনায় কখনো হারেনি মেসি

অবশেষে ৮ বছর পর ফাইনালে যাওয়ার হাতছানি দিচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা্র। আজ সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারালে কাটবে ফাইনালের টিকিট। ক্রোয়াটদের বিপক্ষে মহারণের আগে ইতিহাস কথা বলছে আলবিসেলেস্তেদের পক্ষে। প্রথম সেমিফাইনালে ম্যাচ পরিচালনা করবেন ইতালিয়ান দানিয়ালো ওরসাতো, যার রেফারিতে শতভাগ জয়ের রেকর্ড রয়েছে লিওনেল মেসির।

এছাড়াও, বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা কখনও সেমিফাইনাল ম্যাচ হারেনি। প্রথম সেমিফাইনালে কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। আজ মঙ্গলবার দিবাগত রাত ১ টায় শুরু হবে এই মহারণ।

এদিকে দানিয়ালো ওরসাতোর পরিচালনায় লিওনেল মেসি এখনও অবধি ম্যাচ খেলেছেন ৪ টি যেখানে শতভাগ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়েন এলএমটেন। কেবল জয়ই নয়, পারফরমেন্সের দিকেও দুর্দান্ত লিওনেল মেসি। পরিসংখ্যান দিকে তাকালে, ৪ ম্যাচে এই ফুটবল মহাতারকা গোল করেছেন ৪টি এবং সতির্থ্যদের দিয়ে করিয়েছেন ৩টি গোল।

তাই সেমিফাইনালের আগে সুখকর স্মৃতি নিয়েই মাঠে নামবে সময়ের সেরা খেলোয়াড় আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। চলতি বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচেও পরিচালনা ছিলেন ওরসাতো। সেই ম্যাচেও মেসি ১টি গোল ও ১টি এসিস্ট করেছিলেন। তাই সেমিফাইনালের আগে মধুর স্মৃতি নিয়েই মাঠে নামবেন লিও মেসি।

Back to top button