মালিকের ১০ কোটি টাকার সম্পত্তি বিক্রি করে দিলেন কর্মচারী

নিউজ ডেস্ক- ভুয়া দলিলের মাধ্যমে নামজারি তৈরি করে দুই বোনের প্রায় দশ কোটি টাকা মূল্যের ২৮ বিঘা পৈতৃক জমি ও পেট্রলপাম্প জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীদের ২৩ বছরের বিশ্বস্ত কর্মচারী এসএম জিয়াউর রহমান (৪১) ও তার প্রথম স্ত্রী সুমনাকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার (৯ ডিসেম্বর) রাজধানীর সবুজবাগের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারের সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেন। এ সময় তাদের বাসা থেকে মোবাইল, দলিলে ব্যবহৃত ছবি ইত্যাদি জব্দ করা হয়।
এর আগে ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী দুই বোন বাদী হয়ে কুষ্টিয়া আদালতে ৭টি মামলা দায়ের করেন। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হয়।
ভুক্তভোগীরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের বেড়বাড়াদী গ্রামের মৃত নিয়ামত আলী শেখের মেয়ে জামিলা নাহার শেখ ও জুবাইদা নাহার শেখ। জুবাইদা নাহার শেখ অস্ট্রেলিয়া প্রবাসী এবং জামিলা নাহার শেখ সরকারি চাকরিজীবী।
জানা গেছে, দুই বোনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা দীর্ঘ ২৩ বছরের বিশ্বস্ত কর্মচারী এসএম জিয়াউর রহমান তার স্ত্রী সুমনাকে বিক্রেতা সাজিয়ে গুলশানের একটি বাসায় জালিয়াত চক্রের উপস্থিতিতে (একজনকে দিয়েই) দুই বোনের স্বাক্ষর ও টিপসই প্রদান করায়। ভূমি অফিস ও তহসিল অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে ভুয়া দলিলের মাধ্যমে নামজারি তৈরি করে এবং অন্যান্যদের নিকট পেট্রলপাম্পসহ জমি বিক্রি করে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করেন।
ভুক্তভোগীরা বর্তমানে ঢাকার গুলশানে বসবাস করেন। বাবার মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে ওইসব জমির মালিক হন ভুক্তভোগী দুই বোন। কিন্তু আসামিরা কোটি টাকার সম্পদ দখল নিতে চেষ্টা করলে ভুক্তভোগী দুই বোন আদালতের দারস্থ হন। এ নিয়ে আদালতে ৭টি মামলা চলমান রয়েছে।
ভুক্তভোগীরা বলেন, জালিয়াত চক্র আমাদের জমি ও বাড়ি দখলের চেষ্টা করছে। এরমধ্যে পেট্রলপাম্প দখলে নিয়েছেন। তারা সবসময় আমাদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে এবং মেরে ফেলার হুমকি দিচ্ছে। জালিয়াত চক্রের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা ও কুষ্টিয়া পিবিআই-এর পরিদর্শক রবিউল আলম জানান, জালিয়াতির মাধ্যমে জমি দখল ও বিক্রি করার অপরাধে ভুক্তভোগীদের বাসার কর্মচারী এসএম জিয়াউর রহমান ও তার স্ত্রী সুমনাকে গ্রেফতার করা হয়েছে। তারা অপরাধের কথা স্বীকার করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।