সিলেট

জাফলংয়ে মিলল নারীর বি ব স্ত্র ম র দে হ

নিউজ ডেস্ক- সিলেটের গোয়াইনঘাটে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার জাফলংয়ে তামাবিল স্থলবন্দর-সংলগ্ন মুজিবনগর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অজ্ঞাত এই নারীকে কয়েকদিন ধরেই ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন অনেকে। তাকে ধর্ষণের পর মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। যদিও এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছে না পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয়রা মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ওই নারীর বিবস্ত্র ও রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Back to top button