ফুটবলে সমর্থন দেখে পুনরায় বাংলাদেশে দূতাবাস খুলবে আর্জেন্টিনা
কাতারে চলমান বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে নজরে আসে আর্জেন্টিনার। এরই প্রেক্ষিতে দেশটি পুনরায় বাংলাদেশে দূতাবাস খোলার পরিকল্পনা করছে।
শনিবার (১০ ডিসেম্বর) এক টুইট বার্তায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো বাংলাদেশে পুনরায় দূতাবাস চালু করার পরিকল্পনার কথা জানান।
স্প্যানিশ ভাষায় করা ওই টুইট বার্তায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে একটি ছবি ও বাংলাদেশি সমর্থকদের আর্জেন্টিনার ফুটবল দলকে সমর্থনের একটি ছবি প্রকাশ করেন তিনি।
বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস খোলার বিষয়ে বার্তা সংস্থা দ্য মেরকো প্রেস জানিয়েছে, কাতারে চলমান বিশ্বকাপ ফুটবলে মেসির দলের প্রতি বাংলাদেশিদের সমর্থনের বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশে দূতাবাস খোলার ব্যাপারে আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করেছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে দূতাবাস এবং কনস্যুলার বিভাগটি পুনরায় চালু করে আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। বিশেষত, বাণিজ্যিক দিক থেকে, যা বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা আছে।
উল্লেখ্য, ১৯৭৮ সালে বাংলাদেশে দূতাবাস বন্ধ করেছিল আর্জেন্টিনা।