প্রবাস

রেমিট্যান্স: ব্যাংকিং চ্যানেলকে পাশ কাটিয়ে হুন্ডিতে ঝুঁকছেন প্রবাসীরা

ব্যাংকিং চ্যানেলকে পাশ কাটিয়ে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর দিকে ঝুঁকছেন প্রবাসীদের অনেকে। দিন দিন তাদের নিত্যনতুন ফাঁদে ফেলছেন হুন্ডি ব্যবসায়ীরা। বিশেষজ্ঞরা বলছেন, হুন্ডি বন্ধে বাড়াতে হবে প্রণোদনা।

বাংলাদেশের শীর্ষ শ্রমবাজার সৌদি আরব। দেশটিতে বিভিন্ন পেশায় কাজ করছেন প্রায় ২২ লাখ বাংলাদেশি। সম্প্রতি সেখানকার অভিবাসী বাংলাদেশিরা দেশে টাকা পাঠাতে বেছে নিচ্ছেন অবৈধ উপায়। বাড়ছে হুন্ডির প্রবণতা। রাতের জেদ্দায় এখন হরহামেশাই দেখা যাচ্ছে এমন ছবি।

প্রশ্ন হলো, ব্যাংকিং ব্যবস্থা ছেড়ে প্রবাসীরা কেন ঝুঁকছেন অবৈধ পন্থায়? অভিবাসীদের নিয়ে কাজ করা বিশ্লেষকদের মতে, হুন্ডি ব্যবসা বন্ধে বাড়াতে হবে প্রণোদনা।

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের চেয়ারম্যান শাকিরুল ইসলাম বলেন, প্রবাসীদের ব্যাপারটি সরকারের নজর দেয়া উচিৎ। আমি মনে করি, হুন্ডিতে টাকা পাঠালে প্রবাসীরা যদি ১১৫ পান, কেন সরকার আরও বেশি টাকা দিয়ে তাদের উৎসাহিত করছে না।

অনেকে বলছেন, প্রবাসীরা যখন অবৈধ হয়ে যান, তারা এই রেসিডেন্ট আইডির কারণে ব্যাংকিং মাধ্যমে টাকা পাঠাতে পারেন না।

চলতি বছরের অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ১৮ বিলিয়ন ডলার

Back to top button