খেলাধুলা

প্রত্যাশার চেয়ে কম পর্যটক এসেছে কাতারে, সবচেয়ে বেশি সৌদি আরবের

প্রত্যাশার চেয়ে কম পর্যটক এসেছে কাতারে। বিশ্বকাপ শুরুর আগে ১২ থেকে ১৩ লাখ বিদেশি দর্শক আসার কথা বললেও সেমিফাইনালের আগ পর্যন্ত সংখ্যাটা ৮ লাখের নিচে। সবচেয়ে বেশি এসেছে সৌদি আরব থেকে এক লাখ। এরপর ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মেক্সিকো।

বিশ্বকাপে বিদায়ের ঘণ্টা। ৩২ দেশের আসরে টিকে আছে মাত্র চারটি। যেখানে তিন মহাদেশের প্রতিনিধিত্ব। ইউরোপের দুই দেশ ফ্রান্স ও ক্রোয়েশিয়া, ল্যাটিনের আর্জেন্টিনা আর আফ্রিকার মরক্কো বিশ্ব শ্রেষ্ঠত্বের জন্য লড়বে।

দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের কেউ নাকি নতুনের অপেক্ষায় বাকি দুই দেশ?

চার বছর পর পর আসে বিশ্বকাপ। যা দেখতে মুখিয়ে থাকে বিশ্ব। ফুটবলপ্রেমী পর্যটকদের আগ্রহ থাকে বেশি। কাতারও আমন্ত্রণের ঢালি সাজিয়ে বসেছিল। ধারণা করেছিল ১২ থেকে ১৩ লাখ দর্শক আসবে বিশ্বকাপ উপভোগে।

কিন্তু সেই ধারণার সঙ্গে বাস্তবতার মিল নেই। বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন ফাইনাল পর্যন্ত যে হিসাব সেখানে কাতার ভ্রমণে এসেছে বিশ্বের প্রায় দুইশ দেশের সাত লাখ পয়শট্টি হাজার মানুষ। মরক্কোর সাফল্যে সংখ্যাটা কিছুটা বেড়েছে। আর সেমিফাইনাল, ফাইনালকে ঘিরে যাদের পরিকল্পনা তারা আসলে বাড়বে আরও কিছু। তাও পূরণ হবে না লক্ষ্যমাত্রা।

রয়টার্সের এই পরিসংখ্যানে কোনো মতামত দেয়নি বিশ্বকাপ আয়োজক সুপ্রিম কমিটি। তবে তারা হিসাব দিয়েছে কোন দেশ থেকে বেশি দর্শক এসেছে। সেখানে শীর্ষে প্রতিবেশি সৌদি আরব। এক লাখ দর্শক সৌদির। তার মূলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য সাম্প্রতিক ভিসাহীন উন্মুক্ত যাতায়াতের ঘোষণা। এর বাইরে ভারত থেকে ৬৪ হাজার, যুক্তরাষ্ট্রের ৪০ হাজার, যুক্তরাজ্যের ৩৩ হাজার আর মেক্সিকোর ২৬ হাজার পর্যটক এসেছে কাতারে।

বিশ্বকাপের প্রথম তিন সপ্তাহে ৩৮ লাখ মানুষ ১ কোটি ১০ লাখ বার মেট্রো ও ট্রাম ব্যবহার করেছে। ৬ লাখ বার উঠেছে ট্যাক্সি বা রাইড শেয়ারে।

স্টেডিয়াম দর্শক সংখ্যায় অবশ্য রেকর্ড গড়েছে কাতার। টপকে গেছে রাশিয়াকে। ৩০ লাখ দর্শক দেখেছে প্রথম ৬০ ম্যাচ। যদিও টিকিটের আবেদন পড়েছিলো ২ কোটি দশ লাখ।

Back to top button